আরডিসি নাজিম উদ্দীনের বাড়ি




সাজেদ রহমান।। দেশের আলোচিত আরডিসি নাজিম উদ্দীনের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার কাশীপুর গ্রামে। নাজিম উদ্দীন মনিরামপুর পৌর এলাকার গাংড়া মৌজায় তার শ্বশুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) আব্দুর রাজ্জাকের নামে ৪৬ লাখ টাকায় ১৪.৬৯ শতক জমি কিনেছেন। 
জমির মালিক আকবর আলী জানান, স্থানীয় মোসলেম উদ্দীনের মধ্যস্থায় ৪৬ লাখ টাকায় তিনি ওই জমি বিক্রি করেন। যা আব্দুর রাজ্জাকের জামাই ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন কিনেছেন। কিন্তু দলিল করা হয় নাজিম উদ্দীনের শ্বশুর আব্দুর রাজ্জাকের নামে।
এছাড়া মনিরামপুর মৌজায় ৮ শতক জমি ১৩ লাখ কেনা হয়েছে। যা নাজিম উদ্দীনের স্ত্রী সাবরিনা সুলতানার নামে রেজিস্ট্রি হয়েছে এবং দলীলে স্বামীর নাম বাদ দিয়ে বাবা আব্দুর রাজ্জাকের নাম দেয়া হয়েছে। এই জমির উপর নির্মাণ করা হচ্ছে ৫ তলা বিশিষ্ট বিশাল অট্টালিকা। ইতোমধ্যে ৪ তলা সম্পন্ন হয়েছে। জামায়াত ও বিএনপির সাথে তিনি জড়িত বলে জানা গেছে। সাংবাদিক পেটানো নাজিম উদ্দিনের থলের বেড়াল বেরুতে শুরু করেছে।

Post a Comment

0 Comments