Privacy Plicy

নিউজ বাংলার ওয়েবসাইটগুলো ব্যবহারের সময় আপনার এবং আপনার পরিবারের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে নিউজ বাংলা বদ্ধপরিকর।

নিউজ বাংলার ওয়েবসাইটগুলো পুরোপুরি ব্যবহার করতে কখনও কখনও আপনাদের ব্যক্তিগত নানা তথ্য নিউজ বাংলাকে জানাতে হয়।

আপনার দেওয়া তথ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে প্রযোজ্য সব বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবহার করা নিউজ বাংলার জন্য বাধ্যতামূলক।

নিউজ বাংলার ওয়েবসাইটগুলোতে অনেক সময় তৃতীয় কোন পক্ষের মালিকানাধীন ওয়েব সাইটের লিঙ্ক দেওয়া থাকে। বাইরের এ সব ওয়েবসাইটের বিষয়বস্তুর ব্যাপারে নিউজ বাংলার কোন দায়বদ্ধতা নেই এবং আপনি নিজ দায়িত্বে এগুলো ব্যবহার করতে পারেন।

নিউজ বাংলার ওয়েবসাইটগুলো ব্যবহার করতে গেলে আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হতে পারে। যেমন আপনার নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বর অথবা জন্ম তারিখ।
নির্ধারিত জায়গায় আপনার তথ্য লেখার পর নিউজ বাংলা আপনাকে আপনার পছন্দের সার্ভিস ব্যবহার করার সুযোগ দেয়।

নিউজ বাংলা এ ক্ষেত্রে কিছু কুকি ব্যবহার করে। কুকি হলো খুব সামান্য কিছু ডেটা, যার মাধ্যমে ওয়েবসাইটে আপনার পছন্দ অপছন্দের তথ্য সংরক্ষিত থাকে। এতে করে নিউজ বাংলা আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইটগুলো উপস্থাপন করতে পারে। আপনি আপনার ওয়েব ব্রাউজারে এসব কুকি ঢোকার অনুমতি দিতে পারেন, এজন্য নোটিফিকশনের অপশন রাখতে পারেন - আবার কুকি ঢোকার অনুমতি নাও দিতে পারেন।

আপনার বয়স যদি ১৬ বা এর কম হয়ে থাকে, সেক্ষেত্রে নিউজ বাংলার ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য দেবার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন।

অল্প কয়েকটি ক্ষেত্রে নিউজ বাংলা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে। এরমধ্যে রয়েছে, 'সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন পার্পাস' যেমন, আপনি যে ওয়েব সাইট ব্যবহার করছেন সে সংক্রান্ত প্রয়োজনে নিউজ বাংলা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।

আইনগত বাধ্যবাধকতা থাকলে বা আইনগত নিষেধাজ্ঞা না থাকলে নিউজ বাংলা আপনার দেওয়া তথ্য গোপন রাখবে।

নিউজ বাংলা ওয়েবসাইটে আক্রমণাত্মক, আপত্তিকর অথবা যথাযথ নয় এমন কিছু পোস্ট করলে বা পাঠালে, বা অন্য কোনভাবে নিউজ বাংলার ওয়েবসাইটের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে, তা বন্ধ করতে নিউজ বাংলা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।

ওয়েবসাইট: News Bangla

Post a Comment

0 Comments